এই শীতেও তোমাকে মনে পড়ছে
তবে এবার আমি আর একা থাকবো না
বেশ কিছু বসন্ত পেরিয়ে এসেছি তারপর
স্মৃতিগুলো অনেকটাই মৃতপ্রায় আজ ।
তুমি কথা দিয়েছিলে দুজন এক সাথে যাবো
বসন্ত উৎসবে , পাশাপাশি বসবো
ফুলেল ডালিম গাছের তলে , নিভৃতে ;
তুমি কথা দিয়েছিলে এমনই বিগত এক শীতে ,
কিন্তু তুমি কথা রাখনি , তুমি আসনি ।
তারপর আর বসন্ত উৎসবে যাওয়া হয়নি আমার ;
সেই থেকে অদ্যাবধি আমার কোনও বসন্ত নেই
উৎসব নেই !
তবে আসছে বসন্তে আমি আর একা থাকবো না
এবার ঠিক নতুন কাওকে খুঁজে নেবো
সাথী , অনাগত বসন্ত উৎসবের
এই শীতে , আর...
আর তোমাকে ভুলে যাবো একেবারে
তোমার সব ঝঞ্ঝাটে স্মৃতি ।
তুমি কখনওই আমার ছিলে না সুদূরিকা
তুমি নও সে , যাকে আমি চেয়েছি
বসন্তে , উৎসবে ;
তুমি ছিলে না সে ।