একটি গান শুনেছিলাম তোমার কণ্ঠে- বহুকাল আগে,
হয়তো আরেক জীবনে। আজ যেন জাতিস্মর সে গল্প
যায় বলে- কানে কানে! কীযে সুমধুর ছিল সেই গান!
তোমার কণ্ঠ হতে বুঝি ঝরে পরেছিল অমৃত ফল্গুধারা;
এ হৃদয় ভরেছিল সুখের আবেশে- কীযে ভালোলাগা!


সেই গান তুমি কি আজ আবার গাইবে ,আফ্রোদিতি!
অবিন্যস্ত বিকেলের মলিন রোদে,হারানো টেনিস বল
খুঁজে খুঁজে ব্যর্থ পরিশ্রান্ত কিশোর, আবার দাঁড়িয়েছে
এসে তোমার মজলিশে। শুনতে সে গান,ভুলে যেতে
তার হারানো বলের ব্যথা; শূন্য মাঠ, নষ্ট সাঁঝবেলা।