জানি, মুছে যাবো একদিন
রোদ্রময় সড়কের দৃশ্যপট থেকে
যেভাবে মানুষের সমস্ত গানের
আসড়, নৃত্যের মহড়া হয় শেষ।
চাঁদের আলোর নিচে যারা আগামীকাল
দাঁড়াবে, রঙ বেরঙের ঝকমকে ফানুস ওড়া
তোমাদের উৎসবের শোভিত এভিনিউয়ে
কেতাদুরস্ত সুগন্ধি পোষাক ও
নকশাদার সুশোভিত উত্তরীয় গলায়;
জানি, সেখানে কোথাও থাকবো না আমি
তোমাদের কোনও তালিকাতে
র'বে না আমার নাম।
তবুও একটি অটল বিশ্বাসে আমার
এ বোবা বর্ণগুলো আমি রেখে যাই...
তোমরা কোথাও পাবে না আর
এইসব ঝঞ্ঝাটে ছাইপাঁশ
পৃথিবীর কোনও কবির কবিতায়
আমাতেই শুধু এর শুরু ও শেষ
আমাতেই এর নষ্ট অমরত্ব!