ইডা, যেখানে হয়েছে শেষ—এসো সেখান থেকেই
শুরু করি ফের,   ধূলিময় উপত্যকা ধরে  তুমি
আমি পাশাপাশি হেটে যাই আবার সে নীল হ্রদ
অভিমুখে।  বেলাবেলি ক্লান্ত এলবাট্রোস যখন
ফিরে যাবে নীড়ে,  আবার আকাশ কালো করে যদি
ঝর নেমে আসে,  তবে তুমি আর ভয় পেয়ো নাতো !
ঝলমলে তারাদের আলোয়  এবার ঠিক চিনে
নেবো পথ আমাদের—আকাঙ্ক্ষার সেই নীল হ্রদে
যাবার।  এসো আবার প্রদীপ্ত বিশ্বাসে বাঁধি বুক !


ইডা,  বারবার হেরে যেতে পারে না মানুষ।  তারা
বারবার শূন্য হাতে ফিরে আসে না।  এবার জেনো,    
আমরাও ব্যর্থ হয়ে ফিরে আসবো না,  গন্তব্যের
কাছ থেকে বিজিতের গ্লানি নিয়ে।  ইডা, এসো তুমি
আমি শুরু থেকে শুরু করি আবার—আরেকবার !