আন্দোলিত এই নীল রাত্রির সবটুকু বিষাদ ভেঙে
এসো প্রিয়তমা দুজন দাঁড়াই ওই হলুদ বাতির
প্রাচীন ল্যাম্পপোস্টের নিচে ।
এসো , ওর নিচে দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাই
উদ্বাহু নাচি পাশাপাশি
ভুলে যাই পৃথিবীর সব পিছুটান
সমস্ত লেনদেন মানুষের
মনে করো ওখানেই পুনর্জন্ম হবে দুজনের
আর তারপর ওখানেই পাবো অনন্ত সুখের অমৃত জীবন
ওখানেই মুক্তি ।
ক্ষণকাল আগে ওর নিচে সিগারেট ফুকছিল এক কিশোর
চারপাশে সতর্ক দৃষ্টি রেখেছিল প্রতিনিয়ত ,
পাছে পরিচিত কেউ আবার দেখে না ফেলে
কানে কানে সে খবর পৌছে না যায় পিতার কানে !
একটা নোংরা কুকুর নির্বিকার ঠ্যাঙ তুলে প্রস্রাব করে চলে গেল মাত্র ;
তরুণ এক প্রেমী যুগলের উন্মাতাল প্রেমে গোপন প্রগাঢ় চুম্বন ,
উহু , গোপন থাকেনি যদিও আর
ঠিক আড়াল থেকে লুকিয়ে দেখেছিল কেউ আমাদের মতো ;
খানিকদূরে ওই বৃদ্ধ চা দোকানদারের অমন কঠোর শীতল মুখ
এমনি এমনি নয় কিছুতেই জেনো ,
নির্ঘাত সেও রাত্রির নির্জন দোকান থেকে চুপিচুপি দেখেছিল আড়চোখে !
দীর্ঘ পথ চলা শেষে পথিক দুদণ্ড জিড়িয়ে নিয়েছিল ওর নিচেই ,
ওই তো দূরে অপস্রিয়মাণ সে , হেঁটে চলেছে শ্লথ পা'য়ে
আরেক হলুদ বাতির ল্যাম্পপোস্টের নিচে...
এসো প্রিয়তমা আমরাও দাঁড়াই ওই হলুদ বাতির
প্রাচীন ল্যাম্পপোস্টের নিচে
ওখানেই আছে অনন্ত সুখের অমৃত জীবন আমাদের
ওখানেই মুক্তি ।