এসো, আরও দূরে সরে যাই আমরা পরস্পরের থেকে
যতোটা দূরে আছি,তারচেয়েও আরও আরও বহুদূরে।
বিরাট দেবদারুর ছায়া দুজন এখনও পাচ্ছি সমভাবে।
ওই তো, তুমি দাঁড়িয়ে আছো সবুজ পাতার আড়ালে।
যেভাবে আছি আমি,আর তুমিও দিব্যি দেখতে পাচ্ছো
আমাকেও! আর এই কিঞ্চিৎ দূরত্বটুকু দুজন চাইলেই
পেরোতে পারি নির্বিঘ্নে! কিন্তু আমাদের কাছে আসার
আর কোনও উপলক্ষ নেই,এবং হবেও না কোনওদিন।
তাই এসো, এ দূরত্বকে আরও দীর্ঘতর করি আমরা।
আরও দূরে সরে যাই দুজন পরস্পরের থেকে। সরে
যেতে যেতে দৃষ্টি সীমানার বাইরে চলে যাই দুজনার।