রৌদ্রত্রপা,
বড্ড মনে পড়ছে তোমাকে
কোথা থেকে যে কী হয়ে গেল
অকস্মাৎ দুজন হারিয়ে গেলাম গঞ্জের
মেলায়- ব্যস্ত মানুষের ভীষণ কোলাহলে;
হারিয়ে গেল পৃথিবীর সমস্ত ফুলের ঘ্রাণ
তোমার আনত দুটি চোখে- এক পলকেই!
শেষ মিনিটের গোলে যেন হেরে গেলাম
ম্যাচ- গোলশূন্য সমতা ও শেষের কাছকাছি
জানি, তবুও হাসতে হবে, তবুও করমর্দনে
সহাস্যমুখ বাড়াতেই হবে হাত বিজয়ী
প্রতিপক্ষকে- অজস্র দর্শকের অবিরাম
হর্ষ ধ্বণি ও করতালির মাঝে!


রৌদ্রত্রপা,
বস্তুত আমরা একত্রে ছিলামই না কোনওদিন
শরীরে কিংবা পোষাকে
কিন্তু দুজন দুজনাতে মিশেছিলাম অন্তরাত্মায়
কিংবা এভাবেও বলা যেতে পারে- আমরা
দুজন শূন্যে উড়েছিলাম কিছুকাল পাশাপাশি
সাদা কাগজের পলকা এরোপ্লেন হয়ে
তারপর কে যে কোথায় উড়ে চলে গেছি...
পরস্পর সম্পূর্ণ বিচ্ছিন্ন আজ
আমাদের কোনও টার্মিনাল নেই
এ্যারিয়ালে ধ্বনিত যান্ত্রিক সঙ্কেত
লাল ও সবুজ উজ্জ্বল সিগনাল বাতি
যাবার, আসবার- আবার উড়বার
দুজনাতে পাশাপাশি!