দুই.


জান্নাত,
এখানে আজ আর প্রেম নেই কোথাও
প্রেমহীন এই পৃথিবী তোমার আমার
এখানে মনের কানাকড়িও মূল্য পাবে না তুমি
কাড়াকাড়ি হতে পারে তোমার সুডৌল তরুণী শরীরের।
এখানকার বাজারগুলোতে বাঘের দুধ চড়া দামে বিক্রি হয়
আর অতিথি পাখির মসলা দেয়া ঝলসানো কাবাব শীতকালে;
সাইবেরিয়ায় নিজ গৃহে আর ফেরাই হয়ে ওঠে না তাদের
মানুষের বর্জ্যের সাথে শহরের নয়ানজুলীগুলো পেরিয়ে
কোথাও যে হারিয়ে যায়, সেই অবুঝ অমল পাখিরা!
আমি জানি না জান্নাত, এ প্রশ্ন ক’রো না আমাকে।