জান্নাত,
তোমার নামের মতো পবিত্র এ প্রেম
যেভাবে ভালবেসেছিল কতিপয় বিগত রমণী
এই প্রেম রমণীয় জান্নাত... আমি জানি
হৃদয়ের গভীরতম স্থান থেকে উত্থিত
বেলাবেলি লাল সূর্যের মতো প্রগলভ, কমনীয়
এই প্রেম তোমার শুভ নাম ‘জান্নাত’ জান্নাত।
তবুও তুমি কোনও অপেক্ষা রেখো না আমার কাছে
মানুষের এই রুক্ষতাভরা সতত পরিবর্তনশীল পৃথিবীতে
কীভাবে পলক পড়তেই খোলনলচে বদলে যায় সব!
দীর্ঘ খরাক্রান্ত এ প্রখর নিদাঘে... প্রিয়তমা জান্নাত
আমি বড্ড ক্লান্ত- তৃষ্ণা বিবমিষা আকণ্ঠ আমার।
শুধু শুভকামনা রেখে যাও প্রিয়তার চলার পথে
যেভাবে রেখে যায় প্রকৃত প্রেমিকারা
যেভাবে রেখে গিয়েছিল।