তুমি যদি ফিরে আসতে আবার
কতো অপেক্ষা কতো অনুতাপ শেষে,
ভুলে সব  অবাঞ্ছিত নষ্ট অতীত
এই শোকাভিভূত শূন্য কালো রাতে;
এখানে ঝরা ফুলের জীর্ণ পতিত উদ্যান
নিঃসঙ্গ নিয়ন বাতির মলিন আলো
বেদনাহত জনশূন্য নিথর রাজপথ
পদদলিত দোমড়ানো মোচড়ানো
একটি ছিন্নভিন্ন লাল গোলাপ,
হয়তো তোমার নয়তো আমার ভুলে !


তুমি যদি ফিরে আসতে আবার
আর একটি বার !
তবে ঝরা ফুলের বিষণ্ণ উদ্যান
মুহূর্তেই ভরে যেতো বাঙময় ফুলে ফুলে
রঙিন উৎসবে মেতে উঠতো এই রাত
রাজপথ ভরে যেতো সুখী মানুষের ভিড়ে
সড়কে পরে থাকতো সুরভিত সতেজ  
একটি টকটকে লাল গোলাপ,
আমরা কেউ আর তা পা'য়ে দলবো না।


শুধু তুমি যদি ফিরে আসতে আবার
আর একটি বার...