এখানে জনৈক বৃদ্ধ ঘুমিয়ে আছে ফুটপাতের
’পর ঘরবাড়িহীন দরিদ্র মানুষ দীর্ঘক্ষণ ধরে
বেঘোরে ঘুমোচ্ছে, যেন সদ্যজাত দেব শিশু
মাতৃ জঠর ছেড়ে বেরিয়ে এসেছে, পৃথিবীতে
যার আর কোনও অপেক্ষা নেই কোনওকিছুর
নিরবচ্ছিন্ন শুধু ঘুম ঘুম আর ঘুম! ফেব্রুয়ারির
এই ঈষদুষ্ণ ম্লানায়মান বিকেলে সিলেট কিন
ব্রিজের পাশের ফুটপাতে বৃদ্ধের এই আশ্চর্য
সুখ নিদ্রা দেখে, ঈর্ষান্বিত না হয়ে পারি না
আমার বিগত রাতটি প্রায় নির্ঘুমই কেটেছে
হোটেলের সুরম্য কামরায় মখমল মোলায়েম
শয্যায়, শিথানে। মানুষের একটি নিশ্চিত পূর্ণ
ঘুমের জন্য পৃথিবীর সমস্ত কৃত্রিম আয়োজন
আমাকে যেন আজ নিদারুণ অবজ্ঞায় তীব্র
বিদ্রূপ করে চলেছে, এখন এখানে!