যারা চলে গেল শেষ রাতের ক্যারাভানে
অচেনা দূরের দেশে
তাদের জন্য আমি কি শোক করবো  
কাঁদবো ফুঁপিয়ে?
কতো তারাই তো অহোরাত্র খসে পড়ে আকাশ
থেকে- আকাশ কি শোক করে কোনওদিন,  
কিংবা একতারা হাতে পথে পথে গান গেয়ে
ফেরা- ঘর বিবাগি বেভুলা বাউল
ঘরের জন্য কখনও কি কাঁদে তার মন !


যারা চলে গেল শেষ রাতের ক্যারাভানে
অচেনা দূরের দেশে
তাদের জন্যে আমিও কাঁদবো না,
রঙিন মোমবাতি জ্বালিয়ে সান্ধ্য প্রার্থনায়
করবো না শোক কোনওদিন;
আমিও আকাশ হবো
ঠিক হবো- এক আলুথালু বেভুলা বাউল।