মাটিতে মিশে যাওয়া দেহটার
এতো মায়া, রোজ গুছিয়ে রাখে।
কিন্তু গোছানো দেহটাও কারো অবহেলায় অগোছালো রয়। তবু কি, দিগন্তে স্বপ্নেরা পাল উড়িয়ে যাবে না
না কি ভুল হয়ে ছেঁড়া গোলাপে ঝড়ে যাবে।
আমার চোখ জুড়ে যা দেখছো কিছু মিথ্যে নয়, তোমার চোখ জুড়ে যা দেখছি কাল্পনিক গল্প আর কবিতা ছাড়া কিছু নয়।