জানি না, আমি জানি না
কোন সে বেশে খুঁজি, কাকে খুঁজি, আমি জানি না।
হৃদয় শিকস্ত, আসক্ত প্রেমে মাতাল। তবু জানি না, আমি সত্যি জানি না। সাধনা তবুও পড়ে, আঁখি বুঝি কলম। চিনে নিও ঐশ্বর্য হৃদয়ের স্নিগ্ধ কোমল হবে সে ছুঁয়া, মাতানো উচ্ছ্বাসে আমি এক দুরন্ত পথিক সীমা। পড়ে নিও জীবনবৃত্তান্তের পদচিহ্ন প্রতীক, কাঁটাতারের চিত্র গাথা আমার এই আঘাতের চিহ্ন। পড়ে নিও, চিনে নিও আমি তবু ধন্য।