-কার ধ্যানেতে মগ্ন তুমি
কার নিমিত্তে অভিমান?
-তার বশতঃ চিত্ত বিফল
তার সন্নিদ্যে বেমানান!


-কার পনেতে মুগ্ধ তুমি
কার আশাতে ব্যস্ত?
-তার প্রেমের ও প্রেমিক আমি
তার প্রেমেতে লিপ্ত!


-কার জাহাজের নাবিক তুমি
কার সাগরের ঢেউ?
-তার চোখেরই সিক্ত আমি
তার শহরের কেউ!


-কার স্বপ্নে বিভোর তুমি
কার গগনের তারা?
-তার আকাশের ধ্রুব আমি
তার অনুরাগেই দিশেহারা!


-কার বসন্তের রজনী তুমি
কার গোধূলির সহচর?
-তার প্রতীক্ষার প্রহর আমি
তার ধরনীর শহর!