আমি বিধাতার প্রেমে হাটিয়াছি,
হাটিয়াছি এই জগৎ।
খুজিতেঁছে তাহারে এই হৃদয়,
দেখিবার চাহিতেছে একটা'বার।
বিধাতার প্রেমে আমি অন্ধকারময়
কুয়াশা ছাড়া আলোয় যে অদেখা।


মন্দির বলি,গির্জা বলি,বলি মসজিদ
কুরান-গীতা-বাইবেল শুনি
সব ই তো বিধাতার কথা কয়।


খ্রিস্টান তুমি হিন্দু প্রেমিক
বল মুসলিম আমি যেন বৌদ্ধ-নাশিনী।
হাজারো পথ হাটিয়াছি,আমি।


দেখিয়াছি অগ্নী-ভগ্নী-লক্ষী-নারায়ণ
পড়িয়াছি কুরান-কেতাব
শুনিয়াছি প্রেমের গান আর লীলা।


হাজারো বছর হাটিয়াছি
খুজিয়াছি বিধাতার স্থান।
পাই নাই-কো কোথাও
তিনি যে অদেখা
অদেখা মুর্তি বিহীন।