নীল বিষাদের রং যেনো, আকাশ ছোঁয়ে রায়‌,
তাকিয়ে দেখেও বুঝনি ভিষণ সিক্ত বেদনায় ?
মেঘ জমেছে টুকরো দলে ছুটছে তাদের ভেলা,
বিষণ্ণ মনে কান্না করেই গড়িয়ে গেছে বেলা !
বৃষ্টি কবে,বৃষ্টি হবে তীব্র রৌদের জ্বালা,
চোখ বেয়ে বুক ভিজাবে বৃষ্টি হবার ঠেলা ।
বলছি আমি মানছে না যে চৌত্রে আষাঢ় বেলা,
একলা যখন কাঁদছে এখন কাদুক সারা বেলা !
বুঝবে না কেউ,কিসের এ ঢেউ স্রোতে করে খেলা,
বৃষ্টি তুমি আর কেঁদো না গড়িয়ে যাবে বেলা !!!