অবিচার


কয় কিরে হালার পোলা, বিচারকই শালা!
এ কেমন তর বিচার, বিচারেই যার জ্বালা
চুপ করে বস, দেখছিস না বিচার চলছে
একটু অন্ধকার, আলো জ্বলছে আর নিভছে ।
না হয় প্রতিবাদ বিচারের বিরুদ্ধে বিচারের,
তবুও কি দরকার ছিলো অন্তকলহ প্রকাশের?
যেই রক্ষক সেই যদি হয় ভক্ষক কোন মতে ,
আমরা চাইবো বিচার কার কাছে হাত পেতে?
একজন তো এমনিতেই দেখেন না চোখে কিছু ,
বিচার চলে অবিচারের পথে, আমরা চলি তার পিছু ।


অর্ণব, ধানবাদ(ঝাড়খন্ড )।