অযাচিত স্বপ্ন


তারপর একে একে ভিড় বারে লাল হলুদ সবুজের,
সব যেন আগে থেকে সাজিয়ে রাখা বর্ণমালা!
বৃষ্টি আসবে, ধুয়ে যাবে এক এক করে বর্ণমালাদের,
এরপর নতুন করে প্রান ফিরে পাবে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া মাঠ ।
বান ডাকবে গাঁয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া  শুস্ক নদীটা ,
আবার রাখাল ছেলেটা গরুগুলো ছেড়ে দিয়ে বাঁশি বাজাবে ,
মোহনিয়া বাঁশির আওয়াজ গুনগুন করবে বাতাসে ।
গাঁয়ের মেয়েটা মাথায় করে বয়ে নিয়ে যাবে এক টিফিন খাবার ।
খোলা মাঠে লোকটা বলদের মতো খোলা চোখে স্বপ্ন দেখবে!
আর হাপুস হুপুস করে চেটে খাবে সব অমৃতটুকু ।
এর পর একদিন অযাচিতভাবে দেখা স্বপ্নগুলো নবান্নের আকার ধারন করবে ,
তখনই নেপোয় দই মারবে কাকতালীয় ভাবে ।
এবং একদিন সেই ঘরে জিভ বার করে ঝুলবে অযাচিত স্বপ্নরা ।


অর্ণব, ধানবাদ (ঝাড়খন্ড)