অন্য পুরুষের গল্প
অর্ণব গরাই
ধানবাদ, ঝাড়খন্ড


যে মেয়েটা ধর্ষিত হয় গত কাল রাতে,
আজ সে সমাজে মুখ দেখাবে কেমন করে?
ধর্ষিতাই জানেন কি হয়েছিলো তার সাথে ।


যে পুরুষ ধর্ষন করেছিলো গায়ের জোরে,
অথবা যে পুরুষ দোষী সাব্যস্ত হয়েছিলো ।
সকলকেই একি আসনে বসানো যেতে পারে?


পুরুষ মানেই ধর্ষক এ কথাটা যারা মেনে নিলো,
তারা কেন ভুলে যায় সে পুরুষ বাবা বা ছেলেও হয়!
এক হাতে তালি বাজেনা এ কথা তবে কেন ভোলো ।


ধর্ষিত হতে হয় ছেলেদের এমনও ঘটনা দেখা যায় ।
শুধু তাদের কথা যায়না জানা সমাজের ভয়ে,
লোক লজ্জা আর টিকা টিপ্পনীও ব্যাতিক্রম নয় ।


কোন এক সকালে মামলা করে এক মেয়ে রয়ে সয়ে!
মেয়েটি তিন বছর পর বলে সে ধর্ষিতা কারো হাতে !
তিনটে বছর তবে চুপ কেন কোন অজ্ঞাতভয়ে?


যে মেয়েটা অশান্তি এড়াতে হেঁটেছিলো আত্মহত্যার পথে ,
অথবা যে পুড়ে মরেছিলো কোন এক আগুনের গ্রাসে,
দোষী কি আদও ছিলো সেই পুরুষ কোন মতে?


বলছিনা সকলেই ভালো তবে কেউ কেউ ফাঁসে ,
কেউবা নিতান্তই ভালো, তবু সমাজ দেখে অন্য চোখে,
আমার গল্পটা সেই পুরুষদের যারা নারীদের ভালোবাসে ।


ভেবে দেখো নির্দোষী পুরুষের কথা, যাদের কথা ভাবেনা লোকে ।


অর্ণব, ধানবাদ(ঝাড়খন্ড )।
৭৫৪৩৮০৬১৪২/৯৪৩৪৭০৬১৪২