একুশ শুধু সংখ্যা নয়


একুশ শুধুমাত্র কোন সংখ্যা নয় ,
একুশ মানে ফুটতে থাকা তাজা রক্ত ।
একুশ মানে মনের মধ্যে লুকিয়ে থাকা ভয় ।


একুশ,মানে বোঝাটা ঠিক ততোটাই শক্ত,
যতোটাই বুঝতে কষ্ট সংগ্রাম অথবা বিপ্লব ।
জাত ধর্ম রঙ বর্নের মধ্যে শুধু নয় আবৃত ।


বরকত,জব্বার বা সেলিম একুশের রব,
কিমবা হাজার শহীদের রক্তে রাঙানো ভাষা ।
একুশ মানে মনে জমে থাকা ব্যথা নীরব ।


একুশ মানে আমার গর্ব, একুশ মানে আশা,
একুশ মানে বুকের মাঝে বাজতে থাকা গান,
একুশ মানে ভাইয়ের রক্তে রাঙানো ভালোবাসা ।


একুশ মানে ভাইয়ের প্রতি ভাইয়ের সম্মান ।


অর্ণব, ধানবাদ (ঝাড়খন্ড)