ফিরে দেখা


একটু একটু করে নিজস্বতা হারিয়ে ফেলছি,
শুরু থেকে শেষ দেখছিলাম আয়নার সামনে
টেনে হিঁচরে মুখোশটা খোলার আপ্রান চেষ্টা ।
হঠাৎই আয়নার সামনে আমার অন্যরুপ,
ভেতরের কঙ্কালটাও কখন জানি কালো হয়েছে ।
দীর্ঘ চলার পথে প্রতিটা অনুচ্ছেদে দাঁড়ি কমা,
বাস্তবকে অদেখা করে দ্রুত হয়েছে ব্যাভিচার
অথচ চাওয়া পাওয়ার জাবদায় সব শুন্য ।
শুন্যতার দিকে দু হাত বাড়িয়ে ধরতেই ধোঁয়াশা,
সঙ্গী একাকিত্ব, আর কিছু অসহ্য যন্ত্রনার ভগ্নাংশ ।
অর্ণব, ধানবাদ(ঝাড়খন্ড )।