হয়তো শুরু থেকে শেষ


হয়তো শুরু থেকে শেষ হবো,
যেমন তুমি আমায় আকাশ ভাবো ।


হয়তো নিকোটিনের পোড়া গন্ধ,
হালকা বাতাস বইবে মৃদু মন্দ ।


হয়তো হাত বাড়ালেও আসবেনা আর ?
তবুও বাড়াবো এই হাত আরো একবার ।


জানি প্রেম মানে অনন্ত আকাশ,
রুক্ষ মাঠে একমুঠো সবুজ ঘাস ।


হয়তো সেই আকাশে উঠবে তুফান,
হয়তো মরা গাঙে ডাকবে আবার বান ।


জানি ঠিক সেই মরা গাঙের বানে ,
আবার আসবে তুমি আমার আহ্বানে ।


জানি এ শুধু আজ কল্পনা নয় মোটে,
হয়ত আবারও বসন্তে ফুল উঠবে ফুটে?


হয়তো, না হয়তো নয় নিশ্চিত হবে দেখা ,
তুমি বা আমি আর কেউ বাঁচবো না একা ।


কথা দিলাম আর থাকবোনা হয়তো নিয়ে,
শেষ হয়েছিলো যা একদিন, শুরু হবে সেখান দিয়ে ।


অর্ণব , ধানবাদ (ঝাড়খন্ড )॥