রুই ইলিশ


এক সকালে জেগে ওঠে কোন এক জাতে,
ভাষা নিয়ে শুরু করে লুকোচুরি খেলা সে ।
কবিতায় ছবি আঁকে রঙ হাতে তুলিতে ,
দিন কাটে ঘুমিয়ে, জেগে থাকে রাতে ।


ট্রামে বাসে ঝগড়া, বসবে কে জানালাতে?
দর কষে মাছ বাজারে কোন মাছ কত দরে ?
খেলার মাঠে বচসায় বাঙালী ফুটবল জ্বরে ,
শিরোপা পায় বাঙালী কাঁকড়ার নামেতে ।


পরনিন্দায় বাঙালী থাকবে জেনো এক নম্বরে!
ঝোপ বুঝে কোপ মারে কোন এক সুযোগে,
পেট রোগা বাঙালী কেন জানি যে ভোগে,
বলবো বাঙালী আমরা সবাই একসাথে সমস্বরে।


যেই আসে ফেব্রুয়ারী তারিখ খানা একুশে!
কেন জানি জেগে ওঠে,কোন সে গন্ধ ?
মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে দ্বিধা দ্বন্দ,
আবারো আমরা বাঙালী হয় রুই আর ইলিশে ।


অর্ণব, ধানবাদ(ঝাড়খন্ড) ।