বাবার হাত ধরে মিলনমেলা জুড়ে --
সমগ্র অমনিবাস স্টল ধরে ধরে,
হইচই-লুটোপুটি; ফেলুদা-জটায়ু জুটি।
ফুচকা -পাপড়িচাট ; পাউচ জলের প্যাক,
কাহিনীরা কথা বলে ওই দেখ - ওই দেখ।
কবিতা মিছিলে গেলো কবিদের হাত ধরে,
বইপ্রেম নেমে আসে শীতের শহুর জুড়ে।
পসরা সাজিয়ে বসা চাবিরিং - ফটোফ্রেম,
নতুন বইয়ের ভাঁজে বইপ্রেম বইপ্রেম।।
দেশবিদেশের থিম ; লোভনীয় ফুডকোর্ট,
ভূমিকায় চোখ ফেলে লিখে রাখা ফুটনোট।
শক্তির হাত ধরে সুনীল-সুকান্ত,
রবীন্দ্রনাথ এসবের মানে শুধু জানত।
গোয়েন্দা - সেরাভূত - কমিক্সে ভরপুর,
ভেসে যায় কবিগান দূর থেকে বহুদূর....।
বাঙালীর বইপ্রেম আরো আরো গাঢ় হোক,
কফিকাপে চুমুকে বইয়ে থাক সবলোক...।।