ওয়াও বারিশ!  ক্যায়া বাত্ ক্যায়া বাত্!
--একদম না ; তোর ঠান্ডা লাগার ধাত।
অ্যান্টিবায়োটিকের পাতা শোকেস থেকে মুচকি হাসে,
মনটা তবু মেঘ নামিয়ে ভিজতে ভালোবাসে।
টুপটাপ -ঝিরঝির -ঝরঝর এসে,
ভাঙা ইটের ফাঁকে জমা শ্যাওলার বেশে,
জং ধরা লোহায় ; মাটির সোঁদা ধোঁয়ায়,
ভিজতে চাই  ভিজতে চাই ভেজাও আমায়।।


মেঘবালিকার ছুটো-লুটোপুটি
লুডো - পাঁপড় - ক্যারাম গুটি
স্কুল ফেরা ছেলেদের হল্লা -
মাঝদরিয়ায় মেঘমল্লা....।
খাঁচাগাড়ী থেকে নরম হাত কোষ করে -
মেয়েদের জল ছেটানো বারেবারে।
ওদিকে - ঝুলন্ত টসটসে আম ; ইট মারার অপেক্ষায় -
কখন স্কুল ছুটি হবে?  ছেলেদের কোলেই পড়তে চায়।


হঠাৎ গুরুম্ গুরুম্ ; ঝিলিক ঝিলিক,
আস্তে আস্তে নস্টালজিক হই
দুই এক্কে দুই --- চৌকি চেপে শুই।
ভারী হয়ে ভেজা বালি ; ড্রেনে ভেজা গলি,


কিংবা ১২ বছর আগের.....


আলো কমে আসা ক্লাসরুমে
হঠাৎ লোডশেডিং নামে,
জানলা ছুঁয়ে তাকিয়ে থাকি,
দেখতেই থাকি দেখতেই থাকি...
অনেকদিনের না দেখা গাছের প্রাণ,
লজ্জা ভুলেই ওদের স্নান।
ভাবি টাওয়াল দেব ওদের, মুছিয়ে দেব গা।
ক্লাস শেষ। কখন টিচার চলে গেছে জানিনা
হঠাৎ বন্ধুর টিপ্পনী - " কি রে এখনো বসে? ভিজতে যা "


    
এরপর কি হল? জানতে হলে নজর রাখুন
#সিরিজ -২ আসছে.....