ধুর ধুর এই বৃষ্টিটা না! স্মৃতি ঘাঁটে- মাথা চাটে।
মাথায় কত কি আসে ;আলফাল- ভুলভাল।
এই বৃষ্টিতেই তো প্রেমিকার বক্ষযুগলে মাথা রেখে শুয়েছি,
শেডের তলায় সেদিন ঠান্ডা ঠোঁটে চুমুক দিয়েছি।
বর্ষার অছিলায় কাছাকাছি;  এক ছাতা, ভেজা গায়ে।
মিশে যাওয়া ঘ্রাণে শরীরে শরীর মোড়ার দায়।
          জানতাম না--
বৃষ্টি নবরুপী; আসলে সৃষ্টিময়।
সত্যি বলতে --বর্ষায় নি:শ্বাস নেয় জমাট যত অবাধ্যতা।
ক্লিপ খুলে আসা চুলে; ভেজা নুপূরের সাথে নুপূরের কথা।
জয় গোস্বামী- ফেলু মিত্তির - কবীর সুমন গান,
রবীন্দ্রনাথ একলা ভেজেন; আমাকে ভেজান।।


পিচঢালা রাস্তায় হাটুভেজা পুকুর জল,
পাড়া জুড়ে জ্বর আসা ; কাঁদামাখা ফুটবল।
কেউ কেউ শুধু ভেজে কেউ কেউ feel করে
আলাদাই গর্ব থাকে বৃষ্টিভেজা জ্বরে।।
ড্রেনের সাথে গাঢ় হয় সম্পর্ক। শরীরে আলসে ব্যথা।
চারিদিকে মিলনান্ত ঘ্রাণ; প্রকৃতির অপার নীরবতা।।


(সিরিজ -৩ upcoming)