ক্রিসমাসে সেজে ওঠে ফুটপাত,
ধর্ম ভুলে আমরা এখন একটা জাত।


চিয়ার্স ঢোক,  লেট নাইট, সান্তা টুপি,চায়না টাউন।
নীল পেগ মাপকাঠি। স্ট্যাটাসের আপ-ডাউন


আলোর রিং রিং ধোঁয়া ওড়ে শহরের আকাশে-বাতাসে।
পার্কস্ট্রীটের ধর্ষিতা মেয়ে কোণায় বসে চুপটি হাসে।।


বাঙালী সেকেল ভুলে আপডেটেড্ - সবজান্তা।
পথশিশুর আধপেটা ঘুমে নামুক বুড়ো সান্তা...


দেশ আজ কেকমাখা, কেক খাওয়াতে চায়।
কেক নয় , সব্বাই যেন ভাত পায়।।


কেক-মদে ওরা ভাসুক, ওদের আজ ক্রিসমাস
সান্তা, আমাদের খালিপেটে পড়বে তো ভাতমাছ??