আমি কবি যত গরিবের,
দুনিয়ার মেহনতকামী মানুষের।
আমি কবি যত প্রেমিকের -
বক্ষ যুগল মিলনের।
আমি কবি শুধু তোমাদের ,
গরম ভাতের প্রেমিকের।


পাঠকতৃপ্তিতে বাঁধি না কাব্য -
বাঁধিনা প্রকাশের ইচ্ছায়..,
চাইনা খ্যাতি-যশ - প্রাচুর্যতা।
শব্দ ঠুকে ঠুকে আগুন জ্বালাই,
তোমরা তাকে বলো কবিতা!


যদিও বা সে কবিতা হয়!
ল্যাংটো শ্রমিকের উল্লাস জয়...।
এ কবিতা রুটিরুজির, এ কবিতা আগুনের-
নগ্ন শরীরে ক্ষুধার্ত থাকা দিশেহারা প্রেমিকের।


এ কবিতা নিজেই বারুদ; সঠিক আঁচেই জ্বলতে জানে,
ঠোঁটের ওপর গরম ফুঁ -এ প্রেমের সংজ্ঞা বলতে জানে।
এ কাব্য বাঁচার  লড়াই। মৃত্যু যেথায় অর্থহীন।
বদলে যাওয়ার এই দুনিয়ায়, বদলানো তবে সমীচীন???
ধিক সে সমাজ!  ধিক্ ধিক্ সে মানসিকতা!
অলংকার ছিঁড়ে খাঁড়া হচ্ছে আমার শব্দ - আমার কবিতা ....


তুলবে আওয়াজ চিঁড়বে গলা -
হক এর দাবি স্লোগানে বলা...


খেটে খাওয়া মানুষের নিয়ে এই দাবি,
শব্দের বিদ্রোহে নেমেছে এক কবি।
কবিতার মধ্যে যুদ্ধ যার, গঠন-ছন্দে  অবজ্ঞা ,
কবিতা নয়। এ আসলে ভালোবাসার শ্রেনীসংজ্ঞা...