সেই প্রথম বাসস্টপে দেখা
     এখনো একটু লাগে ব্যথা।
সেই কাজল চোখ লাল-চুড়িদার
অল্পই ছিল কিন্তু আমার আবদার।


তোমার সেই বৃষ্টিস্নাত ঠোঁঠ
আমার নেশা মাখানো চোখ।
তারপর কাছাকাছি আসা
হয়তো একটু ভালোবাসা।
ব্যাস ওই শেষ দেখা
তারপর এই কবিতা লেখা।


অনেক কাল পর একদিন মাঝরাতে স্টেশনে দেখে তোমার সাজসজ্জা/


সবাই ইশারা করে বলছিল তুমি নাকি বেশ্যা/


দায়ী নয় সমাজ। উগ্র মদের ঝাঝঁ,
শহর যেখানে শেষ, ঘিঞ্জি পরিবেশ।


বাড়লো বাড়ির চাপ; টাকার অভাব,
হলে বিক্রি রাত-বাজারে,
আজো কিন্তু ভালোবাসি তোমারে....
যারা নারীবাদী, দিনের আলোয় রক্ষক,
চাঁদের আলোয় তারাই তোমার ভক্ষক।
শুনলাম তোমার নাকি রাত কাটে খুপরি চালাঘরে,
রোজ নাকি সুন্দর সাজো রাস্তাতে জোর করে!
দোষ কারো নয়, দোষ কী কারো হয়?
বাড়লো পরপুরুষের সাথে তোমার মেলামেশি।
আক্ষেপ নেই যা পেয়েছি সেই কতো বেশী...