মানুষ এখন মানুষ খায়
স্বার্থ শেষে স্বার্থে যায়।
এ দুনিয়া রক্ত চায়, রক্ত চায়।।


নতুন অফিস নতুন জব
হাজার হাজার ছুটছে শব।
প্রাণগুলোকে কে বাঁচায়, কে বাঁচায়?


হিংসা হাতে শহরে নামি।
কামের ফাঁদে পরেছি আমি।
এদিক-ওদিক সুযোগ খুঁজি,
নিজের কবর নিজেই বুজি।।


এই আকালে কোথায় যাই?
ডাকছে বুড়ো লালন সাঁই।
বাঁচতে চেয়েই ফিরছি শেষে,
নিজের কাছে নিজের বেশে....


তোমাকে চিনছি প্রতিক্ষণে,
নিজেকে চিনছি কই?
ও যে মনের মানুষ সঙ্গপনে,
তবু তারে না যে ছুইঁ!
তবু তারে না পাই ছুঁই


হৃদকমলে বৃষ্টি ঝরে,
আছেন তিনি সবটা জুড়ে।
আরশিনগর ঘুরে ঘুরে
কেমনে তারে আমি ছুঁই?
তার কোলে তার পায়ে শুই?


ও কেমনে তারে আমি ছুঁই...
কেমনে তারে আমি ছুঁই..


গীতিকার- কবি অর্ণব রায় চৌধুরী


অফিশিয়াল ফেসবুক পেজ - " অর্নব রায় চৌধুরী এর কবিতা "