বৃষ্টি ভেজা শহর আমার
রাত জাগা ফুটপাত
জীবনের গল্পটা হঠাৎ থমকে গেল,
ব্যস্ত দিন শেষে সন্ধ্যে নামে
নিয়ন আলোয় মসৃণ পিচঢালা পথে হেঁটে বেড়াই
হয়তো এখানেই তুমি ছিলে একদিন।
তুমিও তো এই শহরেই আছো,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমারও ফুটপাত ভিজে যায়,
আচ্ছা, তুমি কি সেখানে আজও আমাকে খুঁজো?
জানো, আমার দেয়ালে আজও বন্দি
আমাদের মাতাল স্বপ্নগুলো,
আমার ড্রয়ার ভরা লাল নীল খামে তোমার চিঠি,
ফিরব কোথায় বলো?
এখানেই তো তুমি ছিলে একদিন।
নিজের সাথেই নিজে অভিনয় করে যাচ্ছি।
কোথায় আছো?
আমার চারপাশ জুড়ে আজও তোমার চুলের গন্ধ,
তোমার মিষ্টি দুষ্ট ঠোঁটের হাসি
আজও আমার মনে শিহরন তোলে।
একটাবার চেয়ে দেখো তোমার খোলা জানালায়,
ঐ বিশাল আকাশ আজও আছে,
তুমি হয়তো সেখানে আজ আর আমায় খোঁজ না।
অতৃপ্ত মন নিয়ে তবু ডাকি তোমায়,
তবু ভালোবাসি আজও ভীষণ।
আমার রাতের আঁধার আজও অপেক্ষা করে ভোরের।
কোথায় আছো অভিমানী?
কোথায় বা আমি?
কেমন যেন ওলট পালট আজ চারপাশটা।
আমাদের পরিচিত সেই পথ গুলো
আজও আছে এই শহরে,
আজও আছে আমাদের পৃথিবী,
শুধু তুমি আর আমি আজ হাঁটছি বিপরীতে।
হয়তো তুমি পাশে নেই,
তবুও হয়ে আছো ছায়া।
সবই তো নিয়ে গেলে আমার থেকে,
শুধু নিজেকেই নিতে পারলে না আজও।
মধ্যরাতে আজও ভেজা চোখে গল্প লিখি
নিয়ন আলোর বর্ণমালায়।
অচেনা সব মুখের ভিড়ে আজও তুমি ফিরে আসো,
হয়তো এই কোলাহলেই আমরা ছিলাম একদিন,
উৎসবে রঙিন।
আচ্ছা, লোকের ভিড়ে কি এখনও
পিছন ফিরে আমার হাতটি খোঁজ তুমি?
এখনও কি তোমার রাতের ঘুম
আমার গান শুনবে বলে অপেক্ষা করে?
কেমন আছো তুমি?
কত সহজেই অভ্যাসগুলো বদলে ফেলেছো,
বদলে ফেলেছো তোমার চলার পথ।
জানি হয়তো ফিরবে না,
তবু আমি অপেক্ষায়
তোমায় নিয়ে নতুন ভোর দেখব বলে।