কি যাবে?
আমি হতচকিয়ে যাই
কে সে? কোথায়ই বা যাব?
গাঢ় লিপস্টিক এর মাঝে প্রলোভনের হাসি।
এই হাসি আমার কাছে অপরিচিত,
এই হাসির মাঝে মায়া নেই,
নেই কোন লাজুকতা।
তবুও কিসের যেন আকর্ষণ,
অন্য এক মোহের ঘোর বেঁধে ফেলে আমায়।
কি আছে এই হাসিতে?
রাতের নিয়ন আলোয় তার এই হাসি
আমাকে চোখ ফেরাতে দিচ্ছে না।
কোথায় যাব? কে সে?
তা ভাবতে ভাবতেই আমার হাতে তার স্পর্শ অনুভব করলাম।
এই স্পর্শের মাঝে ভালোবাসা নেই,
কিন্তু কিসের যেন এক শিহরন খেলে গেল আমার শরীর জুড়ে।
আঁধারে আমার দৃষ্টি আটকে গেল তার পিছু,
শহরের ফুটপাত ধরে হাঁটছি আমি,
কোথায় নিয়ে যাচ্ছে আমায়?
মাঝে মাঝে সে পিছু ফিরে দেখছিল আমায়,
ঠোঁটে সেই অপরিচিত হাসি।
কে সে? কোথায়ই বা যাচ্ছি আমি?
নিজেকেই নিজে প্রশ্ন আমার।