দূর থেকেই তোমায় ভালোবেসে ছিলাম
তুমি তো বাধা দেওনি বরং
দূর থেকেই দিয়েছো
ভালোবাসার শীতল পরশ।


দূর থেকেই তোমায় নিয়ে স্বপ্ন দেখতাম
তুমি তো বাধা দেওনি বরং
প্রতি রাতে স্বপ্নের মাঝে দেখা দিতে
দূরে থেকেও তুমি আমার পাশে থাকতে
ছুঁয়ে যেতে সারাক্ষণ।


একদিন দুজন কাছে এলাম, দেখা হল দুজনের।


আমি তোমার হাতটি ধরতে চেয়েছিলাম
তুমি তো বাধা দেওনি বরং
হাতটি বাড়িয়ে দিয়েছিলে আমার দিকে।


আমি তোমার চুলের গন্ধ নিয়েছিলাম
তুমি তো বাধা দেওনি বরং
তোমার এলো চুল মেলে দিয়েছিলে দক্ষিণা হাওয়ায়।


আমি তোমার ঘাড়ে আলতো চুমু দিয়ে ছিলাম
তুমি তো বাধা দেওনি বরং
জড়িয়ে ধরেছিলে বুকের উষ্ণতায়।


তবে আজ কেন ফিরিয়ে দিলে আমায়?
যখন বললাম ভালোবাসি ভালোবাসি তোমায়।
সবই কি ছিল তবে অভিনয়!
তোমার এই কাছে আসা আবার ফিরিয়ে দেয়া
কেন এতো প্রশ্রয়?