জীবনের অনেকটা পথ হেঁটেছি
অনেকগুলো বর্ষা, অনেকগুলো ফাল্গুন পার করেছি।
কিন্তু তুমি আসনি, আসনি স্নিগ্ধ ভোরের আলোয় আমার ঘুম ভাঙাতে।
আজ হঠাৎই কোন এক পথের বাঁকে মুখোমুখি দুজন
বড্ড দেরী হয়ে গেছে...
আমি জানি, আজ আর আমার আকাশের মেঘ
বৃষ্টি হয়ে তোমায় ছুঁবে না।
আমার বাগানের ঘাসের শিশির তোমার পায়ের স্পর্শ পাবে না।
গোধূলীর শেষ বেলায় আমার পাশে তোমার ছায়া থাকবে না।
আমি জানি, সত্যিই বড্ড দেরী হয়ে গেছে...
তোমার ভাবনা গুলো আজ আমায় নিয়ে ভাববে না।
তোমার আকাশের সূর্যটা আমায় দেখে ঝলমলিয়ে হাসবে না।
তোমার গানের সুর গুলো আমায় নিয়ে গাইবে না।
কেন? কেন এত দেরি করলে?
আসবেই যদি কেন কয় একটা বসন্ত আগে এলে না!
কেন এলে না মাঝরাতে আকাশে তারার মেলা হয়ে?
ভরা জোৎস্নায় আমার আঁধারে নিঃস্বার্থ আলিঙ্গনে!
আমি জানি, আজ আমার মনের করুণ আকুতি
তোমার কানে পৌঁছাবে না।
কারণ দুজনেই আজ বন্দি আমাদের আপন কক্ষপথে।
তবুও তোমার কাছে আজ দুটো জিনিস চাইব,
একটি বৃষ্টি ভেজা বিকেল আর একটি কৃষ্ণচূড়া।
বলো দেবে না? দেবে না আমায়?