আমি ছুটে চলা যাত্রী,
আমি দিন শেষে রাত্রি,
আমি জেগে থাকি রাতভোর
আমি পরে থাকা এক ঘোর,
আমি নেশার ফাঁদে পড়া পোকা,
খেয়ে হজম করছি শতো ধোকা,
আমার ঘুমের ঘোরে কতো স্বপ্ন,
উওর খুঁজে কতো প্রশ্ন।
আমার বন্ধ দরজায় দেয় উঁকি -
এক চিলতে রোদ সে-কী!
আমার সাহিত্যে ভবঘুর
যেনো হাজারো প্রেমেতে বিভোর।
আমার ভোর রাতের কাব্য,
হয়ে ওঠেনা শ্রাব্য।
আমার কবিতার খরা-
তাই দেয় না কেউ আর ধরা।
আমার দুঃখ দিনের গান-
আর জমে থাকা অভিমান।
আমি বন্ধুদের চিরচেনা -
কাজ শেষে খুব অচেনা।
আমার নিয়মের জাল ছেড়া,
সেথায় সাদাকালো আল্পনা।
কবে দেখছিলাম প্রিয় মুখ-
আমি খুঁজে চলেছি কতো সুখ।


১৭-০৮-২০২২