সেই যে অজস্র অশ্রুধরায়
ভিজবে দু নয়ন
বরষা নামিবে ধরায়,
অরুণ কিরন পাইব না আর,
জীবন ঢাকিবে শ্যামল ছায়ায়,
সবদিকে ছেয়ে যাবে
অন্ধকার রাজ,
ভুবনময় নামবে তখন
কালো আঁধারের সাজ।
নির্ঘুম রাত বাড়ে-
শত চিন্তার প্রহারে,
আঁধারের ক্ষিপ্রতা
ঘনিয়ে আনে মনের রিক্ততা,
নিষ্ঠুর এই প্রহর -
ব্যথার অজস্র বহর,
তিলে তিলে হচ্ছে পূরন
রয়ে যাবে তা আমরন।
ঘাত প্রতিঘাত আর-
তাতে নিত্য এই সংসার
করা যাবে কী কখনো
এই ভাগ্যের সংহার।।