দুখের নাইতো শেষ
দুঃখেই আমার পরিশেষ,
দুখের নদীতে স্নান
আর দুঃখ দিনের গান,
দুঃখ নদীর স্রোত
চলছে আবহমান।
নিত্যদিন বেদনায় ভাসি
হচ্ছে সব যন্ত্রণার ফাঁসি,
তবুও অভিনয়ের হাসি
চারদিকে ভাসছে রাশি রাশি।
বেদনায় আসক্ত মনে
ঘুরছি শহরের কোনে-কোনে
মনে হয় সবই মিথ্যে হাসি-
তবে কী সমাজে হয়েছে
আনন্দের ফাঁসি!!
ঘূর্ণিপাকের এ-জীবন
ঘুরছে সকলের হৃদয় মন,
দুঃখবিলাসের শেষ যে-দিন
বইবে সমাজে আনন্দধারা সেদিন।