স্তব্ধতা যেখানে ছুঁয়েছে আমাকে,
চলছি আমি পথ একাকিত্বে।
এখন তো আর ভয় হয়না
নিজের চলার ধ্বনি শুনতে পাই না
হাঁটতে থাকি অসীম পথে-
আপন অনুরাগ নিয়ে।
ক্ষণস্থায়ী মেঘ যেমন আড়াল করে সূর্য
সময়ের আর্বতে আমার পথও রুদ্ধ,
কেটে যাবে মেঘের আভাস-
সূর্য পাবে নিজের নিবাস,
আর আমিও হব মুক্ত।
সময়ের এই ছুটে চলায় সবাই তো এমন যুক্ত
কারো দুঃখ, কারো সুখ এটাই যে নিত্য
মাকড়সা যেমন হাজারো চেষ্টায় বাঁধে তার জাল
যতই আসুক বাঁধা আমরা ছাড়বো নাকো হাল।
রিক্ততাকে হাড় মানিয়ে-
বেদনার জালকে ছিন্ন করে,
এক নতুন ভোরের আগমন আসন্ন!


১৬-০৬-২০২০