করুন সুর আজও বাজে
শত আর্তনাদের ঝংকারে,
বিভীষিকাময় প্রতিটি রাত
শোনা যায় যন্ত্রণায় আর্তনাদ,
টিকে থাকাই যেখানে সংগ্রাম
ভোগ বিলাসিতা তো দূরেই থাক!
নিত্য দিনের চলার পথে
বিছিয়ে রাখা কাটার ঘাত-প্রতিঘাত
রক্তস্নাত প্রতিটি নদী,
ভেসে আসা লাশের মোড়কে-
নির্জীব হয়ে আছে কিছু বেঁচে থাকার স্বপ্ন,
একদিন সেই ঘরগুলো ছিল লোকারণ্য
আজ সেগুলো পোড়া বাড়ির ছাঁচে-
মনে হয় আধপোড়া লাশের অভয়ারণ্য,
কবে শোনা যাবে আবার বিজয়ের ধ্বনি
আসবে আরেকটি রক্তিম সূর্যের স্বচ্ছ সকাল,
সেই প্রতীক্ষায় দিনগুনা!!