সে নীরব এক সত্তা
ছুঁয়ে আছে প্রান জুড়ে
যেন ভালোবাসার অনন্ত লগ্নে
সে ডুবিয়েছে আমায়  অসীম-অতলে
খুঁজে পাই না সে রহস্য -
কী মায়ায় এত আকৃষ্ট
শুধু দেখি তারে প্রান ভরে।
তাকে আগলে রাখার কী এক প্রচেষ্টা
তার হাসিমুখ মিটায় মনের তৃষ্ণা
কাছ থেকে কতো দেখা
তবুও বলা হয় না কতো কথা।
নিয়তির জালে বন্দী আমি
হবে না সে এ জন্মে আমার -তাও জানি
তবুও রবে সে আমারই জন্ম জন্মান্তরে
ভালোবাসার অলঙ্কারে-
এ হৃদয় জুড়ে।
দূর হতে দেখবো তাকে-
তার রংতুলি যে আমার স্বপ্ন আঁকে।
এ ভালোবাসা যে অসীমের পথে ছুটছে -
মরনেও যার হবে না শেষ।


১৫-০৭-২০২২