একদিন দুঃখ চল যাবে
আনন্দে রঙিন হবে দিনগুলো,
স্বপ্নগুলো ডানা মেলে উড়বে আকাশে
সাদামেঘ দল ছুটে চলবে নীলে
বৃষ্টি ধারায় আরো সবুজ হবে পৃথিবী।
শিশুরা দলবেঁধে ছুটবে মাঠে,
রঙিন ঘুড়ি উড়বে আকাশময়
সকাল-রাতে বসবে চাঁদের বুড়ির আসর।
শস্য ভান্ডার পূর্ণ হবে সোনালী ছোঁয়ায়
ঘরে ঘরে চলবে পিঠে পুলির উৎসব।
প্রান্তময় ছেয়ে যাবে হলুদ শর্ষে
সবুজ ঘাস ঢেকে যাবে  কুয়াশার চাদরে,
নানান শাকসবজিতে ভরে উঠবে গ্রামের হাট
জমে উঠবে মেলা আর যাত্রা আসর।
রাস্তার পাশে ফুটবে লাল কৃষ্ণচূড়া-
ফুটবে আরো কত শত ফুল রাশি রাশি
সকল দুঃখ চলে যাক -ফুটুক সকলের মুখে হাসি।


২৮-০১-২০২২