সময়ের দরজায় কড়া নেড়েছে যুদ্ধ
রক্তিম সূর্য যাচ্ছে অস্ত,
স্বচ্ছ হাওয়া হচ্ছে ধূসর
দূর-দূরান্তে বিস্তৃত বালুচর,
দখিনা বাতাসে, পোড়া গন্ধ
হঠাৎ এসে ছোঁয়ে যায় শিরা আর রন্ধ্র।
কালো মেঘে ঘনিয়েছে আকাশ
শনশন ঝড়ে উত্তাল বাতাস,
সেই বাতাসে কাঁপছে হৃদয়
শুনছি হাহাকার বিশ্বময়  ।