দিনের আলো, আঁধার কালো
রাতের বেলা, জীবন খেলা,
স্তব্ধ দুপুর, শূন্য খেয়া
মানব হৃদয়, রিক্ত হিয়া,
অশ্রু এখন দেখানো হেলা
জীবন এখন ভাসানো ভেলা
শূন্য মনুষ্যত্বে পূর্ণ সমাজ
করোনা এখন ব্যথার দান।
হাহাকারে নিত্য সমাজ
সুখ নেই চিত্তে তাহার
সমালোচনা বন্যায় ভাসে
অনুপ্রেরণায় সবাই হাসে,
ভণ্ডামি এখন কানায় কানায়
উপকারীতার নেইকো সানাই
জীবন এখন মূল্যহীন -
পাপ কাজেই হয়েছে লীন।