'মৃত্যু মুখি প্রতিক্ষার অবষাদ-
ফিরে আসে বার বার,
তোমার নিখুঁত প্রেমের প্রলোভনে;
ঝরে গেছে শত বসন্ত,
মরে গেছে ফুল অকালে।'
তবুও তুমি আসো নি---
একবার ঝরা পাতার কুঠিরে,
মরা ফুলের ফুলশয্যায়!
কোন এক সদ্য যৌবনে-
তোমার কাছে প্রেম চেয়েছি,
তুমি বলেছিলে এক যুগ অপেক্ষা করো।
তবে কত যুগ'ই তো কেটে গেল
পূর্ণ প্রহরে-
কতবার চাঁদ মরে গেল
রাতের অন্ধকারে,
তবুও তোমার প্রেম আসে নি দ্বারে।
একদিন-
আমি তোমার ভালোবাসা চেয়েছি,
তুমি বলেছিলে পবিত্র হতে।
সেই থেকে খুঁজি শুদ্ধতা----
খুঁজি নির্মল পবিত্রতা!
চন্দন কাঠের জ্বলন্ত চিতায় পুঁড়তে
পুঁড়তে-
করেছি জীবনের কলঙ্ক ক্ষয়,
সাত ঘটি গঙ্গা জলে করেছি মৃত্যূ-স্নান;
তবুও ভালোবাসা পাই নি।
নীলাঞ্জনা,
আরও কতবার পবিত্র হব