সেই কবে একবার জন্মেছি
মানুষ
মৃত্যু নিকটে সমর্পিত দাম্ভিক জীবন
উত্থান ভেঙে বার বার গড়ে উঠে স্বপ্ন তোরণ ;
বুকের উপর সিঁড়ি বিহীন দো-তলা বাড়ি
তাসের ঘরে
জীবন ও মৃত্যুর পাশা খেলা
হেরে যায় উদ্যত যৌবন
হৃদয়ে এক তাল মাটির উপর কবর
কবরস্তানে ফুলের আড়ৎ
চারপাশে ঘুমন্ত প্রাণের সৌগন্ধ
শশ্মানে নৈঃশব্দের আয়োজন
জন্মের ভেতর সহস্র শোক ;
বেলাশেষে হারিয়ে গেল প্রিয় সব মুখ।