ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্র


এখানে মন ভ্রান্ত এমন
শরতের আকাশে
মেঘ মাল্য যেমন...
ক্ষনে মেঘ ক্ষনে রৌদ্র ।
সন্ধ্যার আবীরে রুগ্ন তপন
কষ্টের বেলাভুমিতে
হাতছানি দেয় ভগ্ন স্বপন....
সম্পর্কের দায় ভার
কেবা ভাঙ্গিল মন কার
কেবা আপন সুখে সমাহার.... ।
কখনও পূর্ণিমায় ভেসে যায় চন্দ্রমান
কখনও চন্দ্রভূক অমাবশ্যায় ধাবমান
যে খেলা প্রকৃতি খেলে আসছে বহুকাল
সে খেলাই আমাদের হৃদয়ে বিরাজমান।



নির্জন আহমেদ অরণ্য