অফুরন্ত বৃষ্টি চাই সারাদিন আজ
দুর মাঠে বেজে ঝুম শব্দ আওয়াজ,
চাইনা দুরন্ত রোদ আলো ছায়া খেলা
আষাঢ়ের বৃষ্টি চাই অবিরাম চলা।
যেদিক দু'চোখ যায় ধুসর কুয়াশা
শীতের মতই শীত শীতল হাওয়া,
দিগন্তের ধু ধু সেই দুরের কিনার
প্রশান্ত হবে পৃথিবী আর্ত-হাহাকার।


এখন মেঘের পরী দুরে ভেসে হেসে
কোথাও দুরের পথে জাগে সাদা ভেসে,
যদি-তা ভাসিয়ে দেয় খেলা রৌদ্র তাপে
দেখো তারে দুরান্তের সমুদ্র, পর্বতে,
মেঘের পরীর সেই ঘন কালো চোখ
আসুক নবীন বৃষ্টি সূর্যটা কাদুক।


(রবীন্দ্রনাথ ঠাকুরের সনেট অনুসারে)