জীবন তরী অল্প করে নিচ্ছি ঝুঁকি কত
বাস্তবতার ধাক্কা চলে ঠেলায় অবিরত
সংসার এখন রাতে নিশি একটু সমীচীন
অর্থ কষ্টে অভাব ঘেরা আমি যে প্রবীণ।


হরেক পেশায় টাকার নেশায় চলি পথে ঘাটে
আক্কেল ছাড়া কথায় মারা পরছি সদাই বাটে
হচ্ছে আজব পাচ্ছি গজব ভবের মায়া ধরি
দিন আলোকে ভাবুক মন স্বপ্ন রাতে মরি।