সবাই যেদিক যায় যেই পথে যায়
আমি যাইনা সে পথে সেদিক ধারায়,
যেতে যেতে এ রাস্তার চিহ্ন একে যায়
অন্ধকারের সে পথে লোভ নিশানায়।
ওসব রাস্তার নই আমি যাই ভিন্ন
সবুজ সান্যিদ্ধে যাই দেখে সব শূন্য,
যেথা তব তুমি আছো অভিন্ন মোড়কে
সেথায় ভিন্নতা পাবে হোক নদী বাকে।


অসহায় মানুষের ভীরে আছো তুমি
যেখানে স্বল্প আলোয় হাহাকারে ভূমি,
তৃষ্ণার জন্যে সবাই অকাল বরন
কঠিন চাপে বাস্তব অভিন্ন সমন,
ভিন্ন পথে চলি তাই খুজতে তোমাকে
পাওয়া না পাওয়ার পরে থাকা দুঃখে।


(রবীন্দ্রনাথ ঠাকুরের সনেট অনুসারে)